অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

বঙ্গোপসাগরের চিসখালি নামক স্থান মাছধরা অবস্থায় মুক্তিপনের দাবিতে ট্রালারসহ ১০ জেলেকে অপহরন করেছে বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা। এসময় জেলেরা একটি বন্দুক, ৩৬ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে। পরে অস্ত্র গুলিসহ আটক জলদস্যুদের সুন্দরবনের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে জেলেরা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে দুবলার চর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দরবাড়িয়ার বাহির সাগরের চিসখালি নামক স্থানে মাছ ধরার সময় এ অপহরনের ঘটনা ঘটেছে।

আটকরা হলো-মাইজে ভাই হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেন, শ্যামনগর উপজেলার আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম ও রহমত আলী। তারা তিনজন আত্মসমর্পণকারী বনদস্যু মজনুর দলের সদস্য।

দুবলার চর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ নিশ্চিত করে বলেন, আলোকোল দুবলার চর থেকে জেলেরা কয়েকটি ট্রালার নিয়ে মান্দরবাড়িয়ার বাহির সাগরের চিসখালি নামক স্থানে মাছ ধরতে যায়। রাতে মুক্তিপনের দাবিতে বনদস্যু মজনু বাহিনীর ১০-১৫ জন সদস্য মাছধরা অবস্থায় জেলেদের উপার হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে ১০ জেলেকে অপহরন করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এসময় জেলেরা একটি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলিসহ তিন বনদস্যুকে আটক করেছে। পরে অস্ত্র গুলিসহ আটক জলদস্যুদের সুন্দরবনের কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অপহত জেলেদের এখনও সন্ধান পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ুন কবীর মোল্লা জানান,আটক বনদস্যুদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ডে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স