৩ মাসেই সংসার ছেদ, স্ত্রী বাঁচলেও বাঁচতে পারেনি স্বামী প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ | আপডেট: ২:৩৬:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ ঘুমের বড়ি খেয়ে স্ত্রীর অচেতন অবস্থার দৃশ্য দেখে স্বামী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের পুতনাখালী গ্রামে। খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এস আই ইন্দ্রজিৎ মল্লিক লাশ উদ্ধার করে ফাঁড়ীতে নিয়ে আসে, এবং ওই দিন মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে পুতনাখালী গ্রামের অসীম সরকারের ছেলে মিঠুন সরকার (৩৩) এর স্ত্রী পুজা সরকার (২৮) ১১ টি ঘুমের বড়ি খেয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন। এ দৃশ্য দেখে স্বামী মিঠুন সরকার রোববার ভোরে তার সোবার ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আতœহত্যা করেন। তবে স্ত্রী পূজা বেঁচে গেলেও মিঠুনের আকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘পুজা পূর্বের স্বামী ও ১টি ছেলে সন্তান রেখে পরকীয়া প্রেমের টানে মিঠুনের সাথে ঘর বেঁধে ৩ মাস সংসার করতে থাকে। এরপর এই ঘটনার জন্ম, মিঠুনের মৃত দেহের সুরত হাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে।’ আত্মহত্যা সংবাদটি ৫৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কপিলমুনিতে শিশু সন্তানকে খেলতে পাঠিয়ে মায়ের আত্মহত্যা! কপিলমুনিতে ওয়ারেন্টভুক্ত আসামীদের নামের তালিকা টানিয়েছে থানা পুলিশ