১০ বছর মেয়াদের চমক নিয়ে চলতি মাসেই চালু হচ্ছে ই-পাসপোর্ট প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ | আপডেট: ৫:০৮:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ ডেস্ক রিপোর্টঃ ই-পাসপার্ট নিয়ে জটিলতার অবসান ঘটছে। প্রকল্প বাস্তবায়নকারী জার্মান প্রতিষ্ঠান ভেরিডোসের সঙ্গে ফিঙ্গার প্রিন্ট নিয়ে বিরোধেরও সুরাহা হচ্ছে। ই-পাসপোর্ট দুই ধরনের হবে ৪৮ পৃষ্ঠার ও ৬৪ পৃষ্ঠার * ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ৬ বছর মেয়াদীঃ- ক) সাধারন ফি: ৩,৫০০/- খ) জরুরী ফি: ৫,৫০০/- গ) অতি জরুরী: ৭,৫০০/- * ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছর মেয়াদীঃ- ক) সাধারন ফি: ৫,০০০/- খ) জরুরী ফি: ৭,০০০/- গ) অতি জরুরী: ৯,০০০/- * ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছর মেয়াদীঃ- ক) সাধারন ফি: ৫,৫০০/- খ) জরুরী ফি : ৭,৫০০/- গ) অতি জরুরী : ১০,৫০০/- * ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছর মেয়াদীঃ- ক) সাধারন ফি: ৭,০০০/- খ) জরুরী ফি : ৯,০০০/- গ) অতি জরুরী : ১২,০০০/- এ প্রসঙ্গে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: সোহায়েল হোসেন খান বলেন, দীর্ঘ প্রচেষ্টায় আমরা এখন সম্পূর্নভাবে প্রস্তুত। যে কোন দিন চালু হবে ই-পাসপোর্ট। সূত্র- দৈনিক নওয়াপাড়া ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টBangladeshi PassportE-Passportই-পাসপোর্টচালু হচ্ছে ই-পাসপোর্টপাসপোর্ট সংবাদটি ৩৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় নবজাগরণ সমাজ কল্যান পরিষদের সাধারণ সভা উপকূলীয় জেলা সাতক্ষীরায় সূর্যমুখী চাষে ব্যপক সম্ভাবনা