সড়ক দূর্ঘটনা রোধে তালা ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে স্মারকলিপি প্রদান ও পথসভা প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে সড়ক দূর্ঘটনা রোধে অননুমোদিত ইজ-বাইক, নছিমন, করিমন, ট্রলি ও মটর ভ্যান নিয়ন্ত্রনে কঠোর আইন প্রনয়ণ প্রয়োজনীয় স্থানগুলোতে গতিরোধক বাঁধ নির্মানের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান ও তালা ডাকবাংলোর সমানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার সময় শ্রীমন্তকাটি ছাত্র-কল্যান পরিষদের সভাপতি দেবাশীষ দাশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মরক লিপি প্রদান করেন। পরে তালা ডাকবাংলোর সমানে পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় শ্রীমন্তাটি ছাত্র কল্যানের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারক লিপিতে বলা হয়েছে,তালা উপজেলার শালিখা ডিগ্রী কলেজের সড়কটি উপজেলার ব্যস্ততম সড়ক। তিনটি ইউনিয়ন ও পাশ্ববর্তী পাইকগাছা উপজেলা ও আশাশুনি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রতিনয়িত রাস্তা দিয়ে চলাচলা করে। রাস্তার পাশে একটি কলেজ,তিনটি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডার গার্ডেনে হাজার হাজার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতায়াত করেন। উক্ত সড়কে প্রতিনিয়ত উদ্বেগ জনক হারে বেড়ে চলেছে অনাকাঙ্খিত সড়ক দূর্ঘটনা। ১৮ ফ্রেব্রুয়ারী ইজিবাইকের ধাক্কায় শ্রীমন্তকাটি সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মোহনা পাল (৭) নির্মমভাবে নিহত হয়। ইতিপূর্বে এ সড়কে আরো অনেক দূর্ঘটনা ঘটেছে। ঐ সড়কের দু’পাশে বছর জুড়ে থাকে স’মিলের কাঠ ও বিক্রয়ের জন্য বিভিন্ন নির্মান সামগ্রী। স্মারক লিপিতে বলা হয়েছে গতিরোধের জন্য স্প্রীড বাধ,সড়কের পাশে স’মিলের কাঠ ও নির্মান সামগ্রী অপসারণ ফুটপথে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা অপসারণের জন্য দাবী জানানো হয়। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার সড়ক দূর্ঘটনা রোডে স্মারকলীপি সংবাদটি ২২১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত