স্বেচ্ছায় কারাবরণের দাবিতে সদর থানায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালন প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯ | আপডেট: ৬:০২:অপরাহ্ণ, জুন ৩, ২০১৯ সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ জন সাংবাদিকের নামে মিথ্যা মামলায় সাতক্ষীরা সংবাদদাতা: মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় অবস্থান কর্মসূচি পালন করছে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ জন সিনিয়র সাংবাদিক। সোমবার বিকাল তিনটার দিকে তারা সাতক্ষীরা সদর থানার ভেতরের ফটকের সামনে এ অবস্থান নেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, গত ৩০ মে প্রেসক্লাবের বহিষ্কৃত ৪ সদস্যের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী রড, হকিস্টিকসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিনিয়র সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে তিনি ও সাধারণ সম্পাদকসহ ১০জন সিনিয়র সাংবাদিক গুরুতর আহত হন। এঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী বাদী হয়ে ২৪ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা করে। অথচ এ মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরঞ্চ সিনিয়র সাংবাদিকদের ওপর হামলাকারী বহিরাগত সন্ত্রাসী মনিরুজ্জামান তুহিন বাদী হয়ে ২জুন প্রেসক্লাবের সিনিয়র ২১ জন সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ সেই মামলা রেকর্ডও করেছে। তাই মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণের জন্য সাংবাদিকরা থানায় অবস্থান কর্মসূচি পালন করছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা সাতক্ষীরা প্রেস ক্লাবসাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের নামে মামলা সংবাদটি ২৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ