সোনালি দিন ফিরেছে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিতে

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯ | আপডেট: ১১:৪০:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

দেশীয় সংস্কৃতি ধারণ ও পরিবেশবান্ধব পাটজাত সামগ্রীর ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পাটের সোনালি দিন ফিরিয়ে এনেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ শতভাগ ও সুষ্ঠু বাস্তবায়ন করা হয়েছে। সরকারের সুদক্ষ নেতৃত্বে ও পরিচালনায় এ খাতে প্রাণ ফিরেছে। এ অগ্রযাত্রাকে ধরে রাখতে দেশের অভ্যন্তরে ১৯টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কাঁচা পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, দেশের অভ্যন্তরের পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি, পাটের ন্যায্যমূল্য নির্ধারণ ও পরিবেশ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ খাতের বিভিন্ন সমস্যা সম্পর্কে সরকার সজাগ রয়েছে । পাটখাতের সমস্যা সমাধানে সরকার সচেষ্ট রয়েছে।’
বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বর্তমান সরকারের গৃহিত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট ও বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন, পরিবেশ রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জাতিতে পরিণত করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এ মন্ত্রণালয় সফল হবে ।’
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মো. নাসিম, জেডিপিসি’র নির্বাহী পরিচালক রিনা পারভীন, পাট অধিদপ্তর, বিজেআরআই, বিজেএমএ, বিজেএসএ, বিজেজিএ, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। পাটখাতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক