সেনা বাহিনীর গাড়ি খাদে পড়ে সেনা সদস্য নিহত: আহত ২০ প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯ প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর খুলনা মহাসড়কের বালিয়াখালী ব্রীজের পূর্ব পাশে কার্তিকডাঙ্গা নামক স্থানে সেনাবাহিনীর টহলকারী একটি গাড়ী খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০-২৫ জন সেনাবাহিনীর সদস্য। সোমবার বিকাল ৩টার দিকে গাড়িটি সাতক্ষীরা অভিমুখে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে সেনা বাহিনীর একটি গাড়ী সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। দ্রুতগতি সম্পন্ন গাড়িটি চুকনগর খুলনা মহাসড়কের বালিয়াখালী ব্রীজের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় শফিকুল ইসলাম নামে এক সেনা সদস্য নিহত হন। আহত হন আরও ২০-২৫ জন সেনা সদস্য। এ ঘটনায় ডুমুরিয়ার ফাযার সার্ভিস সদস্যরা ও থানা পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান এবং পানিতে পড়ে যাওয়া অস্ত্র উদ্ধারের কাজ অব্যাহত রাখেন। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর বাংলাদেশ সেনাবহিনীসড়ক দূর্ঘটনায় সেনা সদস্য নিহতসেনা সদস্য নিহত সংবাদটি ৪৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু