সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ধরার সময় ৬ জেলে আটক প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ | আপডেট: ৭:০৬:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ৪৬ নম্বর কম্পার্টমেন্টের খালে অবৈধ ভাবে মাছ ধরার সময় ট্রলার ও মালামাল সহ ৬ জেলেকে আটক করেছে টহলরত বন বিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জেলেদের আটক করা হয়। আটক হওয়া জেলেরা সবাই জেলার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। আটক জেলেরা হলেন-কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের মজিদ মোড়লের ছেলে নুরুজ্জামান (৪৩), নুর মোহাম্মদ (৩২), গফুর মোড়লের ছেলে মো: ইউসুফ আলী (৩০), আজিজ সরদারের ছেলে শামীম হোসেন (৩০), মোবারক মোড়লের ছেলে মহররম হোসেন (২৩), মৃত মাদার মোড়লের ছেলে মোবারক মোড়ল (৫৫)। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ হাসান বলেন, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বন বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি ট্রলার, নিষিদ্ধ একটি কাটি জাল, গুড়া মাছ ও মাছ ধরার কাজে ব্যবহৃত আনুষাঙ্গিক মালামাল সহ ৬ জেলেকে আটক করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। আটক জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি জানান। সংবাদটি ৫৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান