সিরাজগঞ্জে আটক জঙ্গি শান্ত’র বাড়ি তালার দক্ষিণনলতা গ্রামে প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ সিরাজগঞ্জের উকিলপাড়ায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযানে আটক সন্দেহভাজন ৪ জঙ্গির মধ্যে আমিনুল ইসলাম ওরফে শান্ত (২২) এর বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণনলতা গ্রামে। সে যশোরের মনিরামপুর উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ান সদস্য বজলুর রহমান’র ছেলে। তবে, তালার দক্ষিণনলতা গ্রামে দীর্ঘবছর ধরে মায়ের সাথে বসবাস করতো। জানাগেছে, সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা থেকে শুক্রবার সকালে র্যাবের অভিযানে আটক আমিনুল ইসলাম শান্ত’র বর্তমান ঠিকানা তালার দক্ষিণনলতা গ্রামে। এই গ্রামের সাবেক ইউপি সদস্য ও শিক্ষক জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু তার মামা এবং একই গ্রামের শরিফুল মোড়ল তার শশুর। আমিনুল ইসলাম শান্ত’র মামা, জি.এম. মোস্তাফিজুর রহমান তিতু জানান, মনিরামপুর সদরের বজুুলর রহমানের সাথে তার বোন রোকসানা খাতুন বিথির বিয়ে হয় এবং তাদের একমাত্র সন্তান আমিনুল ইসলাম শান্ত। তিনি জানান, বহু বিবাহিত প্রতারক বজলু বিয়ের পর সন্তান ও স্ত্রী’র খোজখবর নেয়া বন্ধ করে দেয়। ফলে বিথি তার সন্তান আমিনুল ইসলামকে নিয়ে আমাদের এখানে থাকতো। মোস্তাফিজুর রহমান তিতু বলেন, অনার্স পাশ করার পর আমিনুল ইসলাম প্রেমজ সূত্রে একই গ্রামের শরিফুল মোড়লের মেয়ে হাবিবা খাতুনকে বিয়ে করে। এই বিয়ে নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে সে ও তার মা বিগত প্রায় ২বছর ধরে আলাদা বসবাস শুরু করে। এসময়, সাংসারিক কারনে আমিনুল ইসলাম শান্ত খুলনায় ফুড পান্ডা নামের একটি খাদ্য সরবারহকারী প্রতিষ্ঠানে ডেলিভারী বয়’র চাকরি শুরু করে। এখানে চাকরি করাকালে শান্ত’র ধর্মীয় নীতি পালনে পরিবর্তন আসে এবং হানাফি মাজহাব পরিবর্তন করে নামাজ পড়ার কারনে মামা বাড়ির সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। খুলনায় চাকরি করাকালে সে বিপথগামী হতে পারে বলে জি.এম. মোস্তাফিজুর রহমান জানান। উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরের শেরখালি উকিলপাড়ায় অভিযান চালান র্যাব সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে চার সন্দেহভাজন জঙ্গি কিরন ওরফে শামিম, নাইমুল ইসলাম, আতিয়ার হোসেন ও আমিনুল ইসলাম ওরফে শান্ত আত্মসমর্পন করে। এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, দুটি বিদেশি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাব। সংবাদটি ৪৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত