সাহিত্যিক নই প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৭:৫৮:অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২০ সাহিত্যিক নই ………শ্যামল বণিক অঞ্জন……… আমি লিখতে পারি ঠিক- কিন্তু নইতো সাহিত্যিক। আমি নইতো কবি তবুও ছবি, আঁকি জীবনের, রঙটা আনি কলম মাঝে ভাবনা গহীন মনের। যাবো লিখে চারিদিকে ঘটুক যতো কিছু, আসুক যতো দু:খ বাঁধা হাঁটবোনা আর পিছু। লিখাই আমার জীবন মরণ অন্ন জল ব্রত, সত্য ন্যায়ের পথে হেঁটে লিখবো অবিরত। সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি:শ্যামল বণিক অঞ্জন/ঢাকা কবি শ্যামল বণিক অঞ্জনকবিতা সাহিত্যিক নইসাহিত্যিক নই সংবাদটি ৩৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?