সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচনী তপশিল ঘোষণা, ১০ অক্টোবর’ ২০২০ ভোট গ্রহণ প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ সাতক্ষীরা প্রেসক্লাব সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭ টায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতের গত ৭ সেপ্টেম্বর তারিখে দেওয়ানী ২৩/২০ মামলার আদেশ পর্যালোচনা করা হয়। উক্ত আদেশ অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচিত বৈধ কমিটি প্রশাসনের উপস্থিতিতে গ্রহন করে । বিজ্ঞ আদালতের আদেশে দায়িত্ব হস্তান্তরের এক মাসের মধ্যে গত ৪ জানুয়ারী ২০২০ তারিখে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় অনুমোদিত ভোটার তালিকা অনুযায়ী পরবর্তী কার্যকরি কমিটি গঠনের লক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সেলক্ষে আগামী ১০ অক্টোবর সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচনি তপশিল পূর্ণনির্ধারণ করা হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীসহ কার্যনির্বাহি কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা প্রেস ক্লাব সংবাদটি ৬২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক