সাতক্ষীরা অফিসার্স ক্লাব সম্প্রসারণ ও সুসজ্জিতকরণের কাজ উদ্বোধন প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের দ্বিতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সুসজ্জিতকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে এই কাজ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদিনের কর্মব্যস্ততা শেষে মানসিক প্রশান্তির একটি জায়গা হলো অফিসার্স ক্লাব। এসময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তার পূর্বের দুইজন জেলা প্রশাসকের প্রতি অফিসার্স ক্লাবের কাজ শুরু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরা অফিসার্স ক্লাবসাতক্ষীরা জেলা প্রশাসক সংবাদটি ২৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান