সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে উক্ত জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, ইসলামি ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালনক মুহাম্মদ আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমূখ। সমাবেশে এ সময় জেলার বিভিন্ন স্থানের জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশা ও ধর্মের মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করেন। এসজি/ডেক্স সংবাদটি ১৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ