সাতক্ষীরায় মিথ্যে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ | আপডেট: ৬:১৬:অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সাতক্ষীরা সদরের পাথরঘাটা গ্রামের মো: তৌহিদুল ইসলাম। সাতক্ষীরায় মারপিট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করায় সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত ডাক্তার গোলাম রসুলের ছেলে আমিরুল ইসলাম নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মোঃ আমিরুল ইসলাম, একই গ্রামের মোঃ ওয়াজেদ আলী, গোলাম ওদুদ, হাবিবুর, হাবিবুল্লাহ, রিয়াজ হোসেন, সৌরভ ঘোষ, সাইফুল, আব্দুর রউফ, চিরণ ও মোজাহারুল ইসলাম জামায়াত-শিবিরের ক্যাডার। তারা এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এলাকার অনেক পরিবার তার অত্যার ও নির্যাতনের শিকার। সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিরুল এলাকায় দাপট করে যাচ্ছে। হিংস্র প্রকৃতির হওয়ায় আমিরুল গংদের ভয়ে সবাই সব সময় ভীতসন্ত্রস্থ থাকে। ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। তৌহিদুল ইসলাম আরো বলেন, সদর উপজেলার পাথরঘাটা মৌজার জে.এল-৬৯ এবং ৮৯৮ খতিয়ানের ১০ টি দাগে মোট ১ একর ৬৬ শতক জমি পৈত্রিক সূত্রে আমরা মালিক। কিন্তু প্রতিবেশী আমিরুল ইসলাম গংরা দীর্ঘদিন ধরে ওই পৈত্রিক সম্পত্তি বসতভিটা জোরপূর্বক ভোগ দখলের জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যে মামলার ভয় দেখাচ্ছে ও ক্ষয়ক্ষতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এবিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বে-সরকারি গ্রাম্য আমিন দিয়ে মাপ জরিপ করা হলেও আমিরুল গংরা তা মানতে নারাজ। একপর্যায় ভূয়া জাল দলিল সৃষ্টি করে চলতি বছরের ১২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জোরপূর্বক আমাদের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে বাঁশের লাঠিসোটা, লোহার রড, ধারালো রাম দা, ছেনদা নিয়ে আমার বাড়িতে ঢুকে মারপিট, ভাংচুর ও লটপাট চালায়। এসময় তারা মূল্যবান জিনিসপত্র ও সমুদয় টাকা পয়সা লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, উল্লেখিত ঘটনায় আমি সদর থানায় একটি মামলা দায়ের করায় আমিরুল গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় আমিরুল গংসহ অজ্ঞাতনামা আরো ২৫/২৬ জন ২৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে একটি মানববন্ধন করে। মানববন্ধনে আমিরুল গংরা আমার চাচাত ভাই ডাক্তার মুনাওয়ার হুসাইন এর বিরুদ্ধে বিভিন্ন প্রকার কু-টুক্তিমূলক কথা বলে আমার ও পরিবারের সম্মান নষ্ট করেছে। তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমিরুল গংদের মত ভুমিদস্যু ও সন্ত্রাসীদের প্রতিহত করা দরকার। এদেরকে প্রতিহত করতে সমাজের বিবেগবান মানুষদের এগিয়ে আসার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সংবাদটি ২৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান