সাতক্ষীরায় মটরসাইকেল ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ১১:০০:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ শ্যামনগর সড়কে মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ছাদেক হোসেন (১৮) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ছাদেক হোসেন কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে। শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মটর সাইকেল চালিয়ে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। পতিমধ্যে ইছাকুড় রশিদ প্রফেসরের বাড়ির সামনে পৌঁছালে একটি টমটমকে ওভারটেক করার সময় মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষনা করেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা নিরাপদ সড়ক চাইসাতক্ষীরায় মটরসাইকেল ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত সংবাদটি ২৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ