সাতক্ষীরায় মটরসাইকেল ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯ | আপডেট: ১১:০০:পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জ শ্যামনগর সড়কে মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ছাদেক হোসেন (১৮) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ছাদেক হোসেন কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মটর সাইকেল চালিয়ে ছাদেক হোসেন শ্যামনগরের দিকে আসছিলেন। পতিমধ্যে ইছাকুড় রশিদ প্রফেসরের বাড়ির সামনে পৌঁছালে একটি টমটমকে ওভারটেক করার সময় মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষনা করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক