সাতক্ষীরায় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ সাতক্ষীরায় ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আটককৃত ঐ ব্যাক্তি থানা সদরের বৈকারী গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আব্দুর ছবুর (২২)। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম জানান, শনিবার রাতে বৈকারী বাজারের বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সেপার্দ করা হয়েছে। কেকে/ডেক্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৪১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক