সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ভাটা শ্রমিক নিহত প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০ | আপডেট: ১১:৩৭:পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে পিক-আপের ধাক্কায় বাই-সাইকেল আরোহী নুরুজ্জামান নামের এক ভাটা শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে এ দূঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, বকচরা গ্রামের বাসিন্দা নুরুজ্জামানসহ ভাটা শ্রমিকেরা সাইকেল চালিয়ে ভোরে বিনেরপোতা এলাকায় লিয়াকত আলীর ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। সার্কিট হাউজ মোড়ে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপ নুরুজ্জামানকে ধাক্কা মারে। এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মক জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরোও জানান,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইসড়ক দুর্ঘটনায় নিহত সংবাদটি ৩৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান