সাতক্ষীরায় পরকিয়ার জেরে স্বামী কর্তৃক অন্তঃস্বত্বা স্ত্রীকে হত্যা, স্বামী আটক প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ | আপডেট: ২:৪০:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ সাতক্ষীরার রাজনগরে পরকিয়ার জেরে স্বামী কর্তৃক সাত মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম পারভিন আক্তার (২৪)। তিনি সদর উপজেলার রাজনগর গ্রামের জামাইপাড়া এলাকার আব্দুল খালেকের স্ত্রী ও একই গ্রামের আব্দুর রহিম ওরফে বাবুর মেয়ে। নিহতের ভাই ভ্যানচালক রফিকুল ইসলাম ও ইটভাটা শ্রমিক তরিকুল ইসলাম জানান, তাদের বোন পারভিন আক্তারের সঙ্গে হাজীপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে ভাটা শ্রমিক আব্দুল খালেকের আট বছর আগে বিয়ে হয়। বর্তমানে ফারজানা নামে তাদের ৫ বছরের একটি মেয়ে রয়েছে। বোন পারভিন বর্তমানে সাত মাসের অন্তঃস্বত্বা। অভাবের কারণে তারা তিন বছর যাবৎ জামাইপাড়া এলাকার নদীর চরভরাটি জমিতে বসবাস করতো। সম্প্রতি খালেক একই এলাকার এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে এক সপ্তাহ যাবৎ তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার ভোর রাতের কোন এক সময় পারভিনকে নির্যাতনের পর তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যার পর তার শরীরে কাঁথা চাপা দিয়ে বাইরের দিক থেকে দরজায় তালা লাগিয়ে পার্শবর্তী ভাটপাড়া এলাকার একটি ইটভাটায় কাজ করতে যান। বুধবার সকালে তাদের মেয়ে ফারজানার কান্না শুনে স্থানীয়রা বাইরের দিক থেকে তালা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় পারভিনকে কাঁথা মোড়ানো মৃত অবস্থায় দেখতে পান। পরে ঘটনাস্থলে তারা গিয়ে দেখেন তার বোনের গলায় দড়ির চিহ্নও রয়েছে। যা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। তারা আরো জানান, বিক্ষুদ্ধ জনতা এ সময় ওই ইটভাটা থেকে তার স্বামী খালেককে ধরে এনে পুলিশে সোপর্দ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে পারিভন আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল খালেককে আটক করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৫০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক