সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনসহ মোট ১৫৫ জন করোনা আক্রান্ত প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ | আপডেট: ৪:১৭:অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ জেলায় সাত উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যাও হটাৎ করেই বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, জেলায় এ পর্যন্ত ১হাজার ৮৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ১হাজার ৪৩৯ জনের রিপোর্ট এসেছে। তিনি আরো জানান,ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশেপাশের বাড়ি লক ডাউনসহ লাল পতাকা টানানো হয়েছে। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট ১৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৪৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ