সাতক্ষীরায় কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র ইমরান হোসেনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯ | আপডেট: ১:৪৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরায় কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্র ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ইমরান হোসেন কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের কেরামত হোসেনের ছেলে ও আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয়রা জানান, ইমরান হোসেন তার ঘরের সিলিং ফ্যান মেরামত করছিলেন। এ সময় সে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে রাতে কলারোয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর-উল-গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক