সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ৫:১২:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ “মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম সাতক্ষীরার আয়োজনে শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষ্যে জেলা পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও পুলিশ লাইনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্জ ডাঃ আবুল কালাম বাবলা, সদস্য সচিব ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি এ সময় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যসহ সমাজের সকল শ্রেনী-পেশার মানুষকে একযোগে কাজ করার আহবান জানান। কমিউনিটি পুলিশিং ডে সংবাদটি ৫০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান