সাতক্ষীরায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমন প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২ | আপডেট: ৫:০৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনার সংক্রমনের হার উঠা-নামা করলেও বৃদ্ধি পাচ্ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই জেলায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৪ জন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মেডিক্যাল অফিসার ডা: জয়ন্ত কুমার জানান, গত ২৪ ঘন্টায় ১০০ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা পজিটিভ হয়েছে। যা পরিক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ শতাংশ। এছাড়া, হাসপাতালে ভর্তি ৪জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে বিভিন্ন সময় তারা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ও সকালে মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮২৩ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯১ জন। এদিকে করোনার সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পেলেও সাতক্ষীরায় সাধারণ মানুষের মাঝে দেখা যাচ্ছে না স্বাস্থ্যবিধি মানার কোন প্রবনতা। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকেও দেখা যাচ্ছে না কোন তৎপরতা। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসেইন শাফায়েত জানান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি সকলকে মাস্ক পরার আহবান জানান। এসজি/ডেক্স সংবাদটি ৬৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ