সাতক্ষীরার পারুলিয়ার গুচ্ছ গ্রাম মাঠে গণশুনানিতে জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের সাপমারা খালপাড়ে বসবাসরত জনসাধারণের সমস্যা সমাধানে অচিরেই বসবাস উপযোগী একটি আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে কোন মানুষ যেন গৃহহীন বা আশ্রয়হীন না হয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ কার্যক্রম বাস্তবায়নে অংশ হিসেবে দেবহাটার পারুলিয়ার গুচ্ছ গ্রাম মাঠে পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন প্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে নিতে এবং খালপাড়ে বসবাসরত জনসাধারণের সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড-১ আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক আরও বলেন, কোন ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে খাল কাটা হবে না। কোন মানুষের সমস্যার সৃষ্টি করে কোন কাজ করা হবে না। তিনি বলেন, খালের মাটি ব্যবহারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে স্থানীয়দের তা ব্যবহারের অনুমতি প্রদান করা হবে। খাল খননের ফলে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বাসগৃহ নির্মাণের জন্য দুই বান্ডিল টিন এবং তিন হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সমাধানে আগামী সাতদিনের মধ্যে একটি সুচিন্তিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। গণশুনানিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধিজন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার জনসাধারণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। এর আগে গণশুনানিতে উপস্থিত খালপাড়ে বসবাসরত মানুষ তাদের বাড়িঘর উচ্ছেদসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাদের সকল সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। গণশুনানিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে একটি কমিটি করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়নসহ অচিরেই বসবাস উপযোগী একটি আশ্রয়ন প্রকল্প গড়ে তোলা হবে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ২২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান