সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে সকল বাধা অপসারণের দাবী

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
জলাবদ্ধাতা নিরসনে সকল বাধা অপসারণের দাবীতে সাতক্ষীরাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে জেলা নাগরিক কমিটির বক্তারা। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ আহবান জানানো হয়।
কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, আশরাফুজ্জামান আশু, এড. সৈয়দ ইফতেখার আলী, কিশোরী মোহন সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড. শাহানাজ পারভীন মিলি প্রমুখ। সভা পরিচালনা করেন সদস্য সচিব আবুল কালাম আজাদ।
সভায় বলা হয়, ১৭ আগস্টের বৃষ্টির পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে বেশকিছু উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে তা ঝিমিয়ে পড়েছে। অধিকাংশ এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এরফলে জলাবদ্ধ এলাকাগুলোর মানুষ কাদা-পানির মধ্যে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। মানুষের ক্ষয়ক্ষতির পরিমান বেড়েই চলেছে।
সভায় জেলার নাগরিক আন্দোলনের প্রয়াত নেতা এড. আব্দুর রহিমের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে স্মরণ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ২৬ অক্টোবর জেলা নাগরিক কমিটির সম্মেলন ও প্রয়াত সকল নাগরিক নেতার স্মরণানুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: র/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক