সাতক্ষীরার কালীগঞ্জে বড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই আক্কাস আলী নিহত প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯ | আপডেট: ৯:৪৮:অপরাহ্ণ, মে ২৬, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কালীগঞ্জে বড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামে। নিহতের নাম আক্কাস আলী (৫৭)। তিনি উপজেলার বন্দকাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে রোববার বিকেল চারটার দিকে বন্দকাটি গ্রামের বড়ভাই আজগর আলীর সঙ্গে ছোট ভাই আক্কাস আলীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ইফতারের পর রাত আট টার দিকে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে। উভয়ই রামদা নিয়ে মহড়া দেওয়ার একপর্যায়ে বড়ভাই আজগর আলী ছোট ভাই আক্কাস আলীর গলায় কোপ মারে। এরপর আজগর আলীর ছেলে নুরুজ্জামান তার চাচা আক্কাসের পেটে ছুরিকাঘাত করে। মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে জীরনগাছা নামক স্থানে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনটি নিশ্চিত করে বলেন, তিনি এখন ঘটনাস্থলে আছেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা দা নিয়ে মারামারিদায়ের কোপে আহতবড়ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত সংবাদটি ২৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু