সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: দীর্ঘ ৫ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলা ফুটবল মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বাক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ালীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও খুলনা বিভাগীয় আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা এস.এম কামাল প্রমুখ। সম্মেলনে দলটির সভাপতি হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ স্বপন ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম.এ কালাম। সাধারন সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি স.ম মোরশেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ও উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সংবাদটি ২৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪