সাতক্ষীরায় জামায়াতের গণ মিছল: শিবিরের সভাপতি সহ গ্রেফতার ১৬ জন

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২ | আপডেট: ২:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২
গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, অন্তবর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে সাতক্ষীরা জামায়াত। 
 
শনিবার(২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের হাটের মোড় থেকে মিছিলটি বের হয়ে মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাবিবুর রহমান ও সাতক্ষীরা সদর জামাতের রোকন শফিকুল আলমসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
মিছিলটির নের্তৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।  
 
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নশকতা সৃষ্টির চেস্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এসময় ৫ টি ককটেল, ব্যানার, লাঠি উদ্ধার করা হয়েছে।
 
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
এসজি/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স