শ্রীউলায় নদীতে ডুবে মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ | আপডেট: ১১:৫০:অপরাহ্ণ, জুন ১৭, ২০২০ শ্রীউলায় নদীতে ডুবে মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে নদীর স্রোতে তলিয়ে গিয়ে মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশ সুপার সাতক্ষীরার সহায়তায় এ খাদ্য বিতরণ করা হয়। শ্রীউলায় সুপার সাইক্লোন আম্ফানে ভেড়ী বাধ ভাঙ্গনের স্রোতে ডুবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ইন্তেকাল করেন। মরহুমে ছেলের হাতে এসপি সাহেবের পক্ষে খাদ্য সহায়তা তুলে দেন এএসপি (দেবহাটা সার্কেল) মোঃ ইয়াছিন আলী। এসময় আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল উপস্থিত ছিলেন। শ্রীউলায় ফ্রি মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৮ জুন)। সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার সকল স্তরের মানুষদেরকে সকল প্রকার রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাইক্লোন শেল্টারে বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করবেন প্রখ্যাত চিকিৎসক বৃন্দ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির ব্যবস্থাপনায় ও আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ক্যাম্পে চিকিৎসাপত্রের পাশাপাশি ফ্রি ঔষধ প্রদান করা হবে। সংবাদটি ৪৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১