রাজগঞ্জ-যশোর সড়কে দুর্ঘটনায় এক ক্লিনিক মালিক নিহত প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ৬:৩৩:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): রাজগঞ্জ-যশোর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ক্লিনিকের মালিক নুরুজ্জামান গাজী (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ওই সড়কের যশোর সদরের বাগেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান যশোরের রাজগঞ্জ এলাকার ডুমুরখালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন চৌকিদারের ছেলে এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মুনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি শহরের জেলরোডে বন্ধন হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের মালিক। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে ডুমুরখালি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে যশোরে আসছিলেন। পথিমধ্যে রাজগঞ্জ-যশোর সড়কের বাগেরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য