মোংলার বুড়ির ডাঙ্গায় ইয়াবা সহ ব্যবসায়ীকে আটক করেছে কোষ্টগার্ড প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ | আপডেট: ১২:৪৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ মোংলা বন্দরে ইয়াবা সহ এক ব্যবসায়ীকে আটক করেছে কোষ্ট গার্ড।জানাযায় সোমবার গভীর রাতে কোষ্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস টহলদল গোপন সংবাদের ভিত্তিতে স্থায়ীয় বুড়ির ডাঙ্গা এলাকায় অভিযান চালায় এবং ইয়াবা ব্যবসায়ী হাতে নাতে ধরে ফেলে আটকের সময় তার কাছে ৩৩ পিস ইয়াবা ইয়াবা বিক্রির ৩৩৪৭ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।আটক কৃত ব্যক্তি দীর্ঘ্যদিন যাবৎ ইয়াবা বিক্রীও সেবন করে আসছেন বলে অপককৃত ব্যক্তি স্বীকার করেছে বলেও জানানো হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম সোহাগ শেখ (৩১)সে স্থানীয় বুড়ির ডাঙ্গা গ্রামের বাসিন্দা ইব্রাহীম শেখের পুত্র।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে বলে কোষ্টগার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোষ্টগার্ড আরো উল্লেখ করেছে যে বাংলাদেশ কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধিন এলাকায় আইন শৃংখলার নিয়ন্ত্র সহ নৌবন্দরে,সুন্দরবন এলাকায় ও এর আশপাশে ডাকাতি দমন সহ অবৈধ অনুপ্রবেশ সহ মাধক নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী হত্যা পাচার সব ধরনের নাশকতায় জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। সংবাদটি ২৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে