মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তন্বীকে শুভেচ্ছা সাবেক স্বাস্থ্য মন্ত্রীর প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ | আপডেট: ১০:৩৬:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সদ্য মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপীর কন্যা তাসমিয়া তাবাসসুম তন্বীকে আরো উচ্চতর শিক্ষায় শিক্ষিত হতে দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে তিনি এই দোয়া ও শুভেচ্ছা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তাসমিয়া তাবাসসুম তন্বীর বাবাসহ আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান বানার্জি, শিক্ষক নীলকণ্ঠ শোম, দৈনিক পত্রদুতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা শম্ভুজিৎ ঘোষ প্রমুখ। মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় তন্বি ৬২৮, মেধা স্কোর ২৭৫.৫০ এবং ভর্তি পরীক্ষায় ৭৫.৫০ নম্বর পেয়েছে। সে শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যত সাফল্য এবং সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া চেয়েছেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। সংবাদটি ১৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ