মালয়েশিয়ায় গাছের ডাল কাটতে যেয়ে রাজগঞ্জের এক যুবকের মৃত্যু প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ | আপডেট: ১০:৫০:অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ মালয়েশিয়ায় গাছের ডাল কাটতে যেয়ে আলতাফ হোসেন (৩৫) নামে বাংলাদেশি এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার(১৫ জুন) বাংলাদেশ দুপুর ১টার দিকে পেনাং শহরে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মল্লিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোড়লের ছেলে। গত ১৫-১৬ বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ইউপি সদস্য শরিফুল ইসলাম মালয়েশিয়ায় আলতাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের ভাইরা মাসুদ রানা জানায়, এদিন দুপুর ১ টার দিকে তিনি বাসার পাসে একটি গাছের ডাল কাটতে যান। এসময় ডালকাটা অবস্থায় ডালটি তার গায়ের উপর পড়ে চাপা খেয়ে গাছেই মারা যান তিনি ৷ বাংলাদেশী শ্রমিকের মৃত্যুশ্রমিকের মৃত্যু সংবাদটি ৩৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য