মাগুরাঘোনায় উর্ধতন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয়ে প্রতারণা, প্রতারক আটক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ জিন্নাত আলী শেখ(৩২) ডুমুরিয়ার মাগুরাঘোনায় উর্ধতন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণার অভিযোগে জিন্নাত আলী শেখ ওরফে জিন্নাত খোঁড়া (৩২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন। রাতে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের সাহেব আলী শেখের ছেলে জিন্নাত আলী শেখ (৩২) সে তালা, ডুমুরিয়াসহ বিভিন্ন এলাকায় নিজেকে এক উর্ধতন পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছে। প্রতারণার অংশ হিসেবে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন এর দোকান থেকে বেশ কয়েক মাস আগে আড়াই লাখ টাকার রড ও সিমেন্ট বাকি নেয়। দেড় লাখ টাকা দিলেও বাকি টাকা না দিয়ে নানা প্রকার ভয় দেখাতে থাকে। নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান শেখ আবুল হোসেন বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, মামলা করার পরে পুলিশ ওই প্রতারককে রাতে গ্রেপ্তার পূর্বক আজ সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদটি ৮৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু