মণিরামপুরে ব্যবসায়ী লিটন হোসেনের স্ট্রোকে মৃত্যু প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ | আপডেট: ৮:৩৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর): মণিরামপুরে লিটন হোসেন(৪০) নামের এক ব্যবসায়ী স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়ান ইন্না ইলাহি রাজিউন। সোমবার (২৭ জানুয়ারি) ভোররাতে মৃত্যু হয় তার। তিনি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামের আকছেদ আলীর কলুর ছেলে ও রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তার অকাল মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ তার বাড়ীতে ভীড় জমায়৷ মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ১মেয়ে ও ২ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাগেছে, লিটন হোসেন ওইদিন শশুরবাড়ী বেনাপোল এলাকার গাতীপাড়া নামক গ্রামে অবস্থান করছিলো। সেখানে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) জোহর বাদ স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। লিটন হোসেনের অকাল মৃত্যুতে গোটা রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনটাইমস.কম/উত্তম চক্রবর্তী সংবাদটি ৩০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য