ভোমরা স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রবিবার দুপুর ১ টা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ শুরু হয়। প্রতি ট্রাকে ২০/২২ মেট্রিক টন পেঁয়াজ আমদানী হচ্ছে। প্রথমদিনে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানীর অপেক্ষায় রয়েছে বলে আমদানিকারক সুত্রে জানা গেছে। ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, প্রতিটন পেঁয়াজ ৩’শ ৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করছেন। তবে, সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে দেশি পেয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত। উল্লেখ্য: গত ২৭ সেপ্টেম্বর ভারত সরকার আভ্যন্তরিন সংকটের কারনে পিঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ভোমরা স্থলবন্দর সংবাদটি ২৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান