ভোমরা সীমান্ত থেকে আধাকেজি সোনার চেইনসহ এক চোরাকারবারি আটক করেছে বিজিবি প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ | আপডেট: ৫:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরা ভোমরা সীমান্ত থেকে আধাকেজি সোনার চেইনসহ সজীব হোসেন (৩০) কে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা। বুধবার সকালে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক সজীব হোসেন লক্ষীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়। সেখান থেকে সজীব হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাসী করে ৫৮৫ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ভারতে পাচারের উদ্দেশ্য সোনা নিয়ে আসছিল। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২৬ লাখ টাকা। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ২১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান