বিদেশ ফেরত সাতক্ষীরার আরো ২২৯ জন হোম কোয়ারেন্টাইনে: এ পর্যন্ত ৩৯৮ জন প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০ | আপডেট: ১১:২৬:পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত সাতক্ষীরার আরো নতুন ২২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার বেলা ১২ টা থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত তাদের কোয়ারেন্টানে নেয়া হয়। এনিয়ে এ পর্যন্ত বিদেশ ফেরত সাতক্ষীরার ৩৯৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তবে, এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান স্বাস্থ্য বিভাগ। এদের মধ্য সাতক্ষীরা সদর হাসপাতালের হোম আইসোলেশনে একজন ভর্ত্তি রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানান,সাতক্ষীরা সদর উপজেলায় ৭ জন,কলারোয়া ৯৫ জন,তালা উপজেলায় ৬০ জন, কালিগঞ্জ উপজেলায় ৩৪ জন,আশাশুনি উপজেলায় ১২ জন ও শ্যামনগর উপজেলায় ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এদিকে, হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে ঘোরাঘুরি করায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া করোনো ভাইরাসকে ইস্যু করে অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের ৪৫টি অভিযানের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি। সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। তারা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। তবে, সাতক্ষীরায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাসসাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনেহোম কোয়ারেন্টাইন সংবাদটি ৩১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান