বাগেরহাটের মোড়েলগঞ্জে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ | আপডেট: ১০:১৩:অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রত্যান্ত গ্রামে পরিত্যক্ত অবস্থায় নবজাতক শিশুকে উদ্ধার করেছে প্রতিবেশীরা।শিশুটি কারা ফেলে গেছে তা জানা যায়নি।প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা দিয়ে প্রশাসনের তত্বাবধানে রয়েছে।এবং শিশুটির বাবা মাকে খোঁজা হচ্ছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার বেলা ৪টার দিকে পশ্চিম সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন বাগানে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে কাঁদতে দেখে কোলে তুলে নেন শাহালম হাওদার। সন্ধা সাড়ে ৬ টার দিকে শিশুটিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, নবজাতক শিশুটিকে ভর্তি নিয়ে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা