বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু চুরি

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত মায়ের কোলের মধ্য থেকে সানজিদা নামে ১৭দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবগত রাত ১টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। থানার ওসি মো. মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রাত ৩টা থেকেই ঘটনাস্থলে শিশুটির সন্ধানে নেমেছে পুলিশ শিশুটি উদ্ধারে কাজ করছে তারা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

চুরি হওয়া শিশুটির পিতা স্থানীয় একজন পেশাদার জেলে তার নাম সুজন খান সে জানান,তারা শিশুটিকে নিয়ে ঘুমিয়েছিলেন রাত ১টার দিকে জেগে দেখি মেয়ে বিছানায় নেই।

 

অপহৃত শিশু সানজিদার মা শান্তা আক্তার বলেন, রাত ১১টার দিকে মেয়েকে দুধ খাইয়ে বিছানায় শুইয়ে আমার আচল তার শরীরের উপর দিয়ে ঘুমিয়ে পড়ি। ১টার দিকে জেগে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজা গুলো খোলা।কে বা কারা এ ধরনের কাজ করেছে তা তারা জানেন না এবং যত দ্রুত সম্ভব তাদের কোলের শিশু সন্তানকে তারা ফেরৎ চান।


আপনার মতামত লিখুন :

ম.ম. রবি ডাকুয়া। প্রতিবেদক। বাগেরহাট, খুলনা