বাগেরহাটের আলোচিত চুরি যাওয়া শিশুটির লাশ উদ্ধার প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ | আপডেট: ২:১০:অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০ অবশেষে বাগেরহাটের চুরি যাওয়া শিশুটির লাশ উদ্ধার হয়েছে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রাম থেকে গভীর রাতে ঘুমন্ত মা-বাবার কোল থেকে ১৭ দিনের শিশু চুরির তিনদিন পর অবশেষে শিশুটির লাশ পাওয়া গেল। আজ ভোরে বাড়ির ভেতর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ভোরে স্থানীয় প্রতিবেশীরা পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর আগে গত রবিবার রাত ১১টার দিকে মা-বাবা তাদের মাঝখানে মেয়েকে বিছানায় শুইয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে তারা জেগে দেখেন শিশু মেয়েটি বিছানায় নেই। তার বালিশটি খাটের নীচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। প্রতিবেশীদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের কারণে ১৭ দিনের শিশু সানজিদা চুরি হয়ে থাকতে পারে বলে শিশুটির পিতা সুজন খান দাবি করেছেন।তারা এর সুষ্ঠ তদন্তও বিচার দাবী করেন। কারা শিশুটিকে চুরি করে পুকুরে ফেলে হত্যা করেছে তা এখনই বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।বলে জানিয়েছে পুলিশ”নিহত শিশু সোহানার মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংবাদটি ২৫০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে