বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৮:৪১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ সভাপতি অ্যাড. আব্দুস সাত্তার, সম্পাদক অ্যাড. আশরাফুল আলম নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা আইনজীবি ভবনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৫ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকালে সেখানে প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট শহিদুল্লাহ (২) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইনজীবি ফোরামের কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদ্দুজ্জামান দিপু, কেন্দ্রীয় আইনজীবি ফোরামের সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন সম্্রাট, আব্দুস সালাম খাঁন, আনিসুর রহমান খাঁন প্রমুখ। প্রধান অতিথি এ সময় বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই স্বাধীনতা ও সার্বোভৌমত্ব রক্ষা, খালেদা জিয়ার মুক্তি মানেই সংবাদ পত্রের স্বাধীনতা রক্ষা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৫টি পদে জেলা আইনজীবি ফোরামের যারা নেতা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষনা করা হয়। তারা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম, যুগ্ন সম্পাদক মোস্তফা জামান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আকবর আলী। নির্বাচনে ১৫৯ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান