বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের ভিত্তিতেই বহমান: এসএম মোস্তফা কামাল প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সীমান্ত কখনও বাধা হয়ে দাড়ায়নি। বরং বন্ধুত্বের সম্পর্ক সবসময় সুদৃঢ় হয়েছে। মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাড়িয়েছে, বিশ্বে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা তুলে ধরেছে তা অবিস্মরণীয়। আর তাই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের ভিত্তিতেই বহমান। বর্তমানে সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হচ্ছে। রোববার(২২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় বাংলাদেশ-পশ্চিমবঙ্গ (ভারত) সীমান্ত যৌথ পরিদর্শনের জন্য আগত প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। বাংলাদেশের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক তাসলিমুল ইসলাম ও পশ্চিমবঙ্গের ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের পরিচালক অভানিন্দ্র সিংসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সাতক্ষীরার সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা সংবাদটি ২০১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ