প্রতারক চক্র হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন কালীগঞ্জের ইউএনও মোজাম্মেল হক

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ | আপডেট: ৯:৫৬:অপরাহ্ণ, জুন ৬, ২০২০

সম্প্রতি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় 0164 65 142 27 এই ভুয়া নম্বর ব্যবহার করে মেম্বারদের নিকট মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য ও টাকা চেয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে। ভুয়া নম্বরে ফোন দিলে নম্বরটি যাচাই বাছাই করতে হবে আসলে ইউএনও সাহেব করেছেন কিনা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার একটাই নম্বর 01 75 47 36 571 এটি আসল নম্বর। উপজেলা নির্বাহী কর্মকর্তা কখনো আপনার কাছে টাকা চাইবে না। কেউ টাকা চাইলে সে যে ভুয়া এতটুকু বোঝার বুদ্ধি ও সাহস থাকতে হবে। ইদানিং প্রতারক চক্র শুধু মেম্বারদের কাছে নয় মুক্তিযোদ্ধাদের কাছে ভুয়া সোনালী ব্যাংক ম্যানেজার হিসেবে ফোন দিয়ে বলেছে, আপনার নামে ঘর আসছে টাকা পাঠান বিকাশে। এই প্রতারক চক্রকে পুলিশের হাতে ধরিয়ে দিতে বলেছেন ইউএনও। বিষয়টি সকলকে সতর্ক থাকতে হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক স্টাটাসের মাধ্যমে জানিয়েছেন, এই প্রতারক চক্রের বিষয়ে সকলকে অবগত করতে হবে এবং সতর্ক থাকতে হবে। কাউকে বিকাশে টাকা পাঠাবেন না। প্রয়োজনে সরাসরি অফিস কিংবা ব্যাংকে গিয়ে খোঁজ নিন। সরকারি কোনো কিছু পেতে বিকাশে টাকা পাঠানোর প্রয়োজন নেই। এ বিষয়ে সকল চেয়ারম্যান মেম্বার মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার জন্য বলা হয়েছে। এ ধরনের ঘটনায় প্রতারক চক্রকে থানা পুলিশের হাতে ধরিয়ে দিন। নিজে সতর্ক থাকুন ও সচেতন হোন এবং অন্যকে জানান।


আপনার মতামত লিখুন :

নূর ইসলাম বাবু। সংবাদদাতা। কালিগঞ্জ, সাতক্ষীরা