পূজায় কোন অশুভশক্তি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩ | আপডেট: ১১:২৬:পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩ খুলনা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মঈনুল হক বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এবারের পূজায় কোন অশুভশক্তি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সবসময় নজরদারি করছি। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মন্দিরে মন্দিরে সর্বসাধারণের নিরাপত্তার জন্য পুলিশের কয়েকটি টিম রাত দিন চব্বিশ ঘণ্টা নিয়জিত রয়েছে। ডিআইজি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গা উৎসব সুন্দরভাবে শেষ করতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। রোববার (২২ আক্টোবর) রাতে সাতক্ষীরার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ী পূজা মন্দিরে জেলা মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলামসহ জেলার সকল উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । এসজি/ডেক্স সংবাদটি ১৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ