বেতন না পেয়ে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানবেতর জীবন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৯ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, মে ১৯, ২০১৯

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা(কুমিরা) সংবাদদাতা:
পাটকেলঘাটা সহ তালা উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীরা(এনএস) দীর্ঘ ৫ মাস বেতন না পেয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে দায়িত্বরত উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের কোনো মাথা ব্যাথা না থাকায় কর্মরত এনএস কর্মীরা হতাশার ভেতর দিনাতিপাত করছেন।
জানা যায়, সরকারিভাবে তালা উপজেলায় গত ২০১৮ সালের প্রথমেই ৩ মাস প্রশিক্ষণ শেষে উপজেলার সরকারি বেসরকারি স্বায়ত্বসাষিত প্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নিয়োগ প্রদান করেন। ২ বছর মেয়াদী এই নিয়োগে থমকে থমকে বেতন প্রদান করলেও ২০১৯ সাল থেকে অদ্যবধি কোনো বেতন পায়নি উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীরা। আবার কবে নাগাদ বেতন পাওয়া যাবে এর কোনো সদুত্তর এখনও পায়নি বলে অভিযোগ করেন এসকল কর্মীরা। অনার্স মাষ্টার্স শেষ করে জীবনের গতিপথ পরিবর্তনের আশায় ন্যাশনাল সার্ভিসে যোগদান করলেও তারা কোনো ভবিষ্যত খুজে পাচ্ছে না। অথচ সামান্য বেতন দিয়ে সংসার চালালেও সেটাও বর্তমানে ধোয়াশার ভেতর রয়েছে। পাটকেলঘাটার এনএসকর্মী আবু মুসা, রাজ, ইমদাদুল ইসলাম ইমন, শিরিনা খাতুন সহ অনেকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার হিসাবে বেতন জমা পড়লেও আজও আমরা বেতন পায়নি। অনাহারে অর্ধাহারে বর্তমানে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। অথচ এ নিয়ে উপজেলার দায়িত্বরত কর্মকর্তাগণ কোনো তথ্য জানাতে অনিচ্ছুক। এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও রিসিভ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক যুব উন্নয়ন কর্মকর্তা জানান, প্রকল্পের ব্যাপার একবারে কয়েক মাসের বেতন ভাতা দিতেও পারে। তবে কেন দীর্ঘ ৫মাসের অধিক সময় ক্ষেপন করছে প্রশ্নের জবাবে বলেন, বিষয়টি পুরোটাই ওবায়দুল ইসলাম দেখভাল করছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/এস.এম মফিদুল ইসলাম/কুমিরা(পাটকেলঘাটা)/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক