পাটকেলঘাটা বাজারে প্রকাশ্যে মাদক সেবনে কারাদন্ড প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৯ মোঃ সাইদুজ্জামান শুভ: সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে প্রকাশ্যে মাদক সেবন করার দায়ে মফিজুল ইসলাম(৫০) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে থানার সরুলিয়া গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র। বৃহস্পতিবার(৩ অক্টোবর) রাত্র ১১টার সময় পাটকেলঘাটা বাজার ইকো পার্কের পাশে বসে প্রকাশ্যে মাদক সেবনের সময় থানা প্রশাসনের হাতে ধরা পড়ে। পরে তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮(৯ক) ধারা মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভবিষ্যতে যাহাতে কেহ আর মাদক সেবনে না জড়িয়ে পড়ে সেদিকে সর্তক থাকার আহবান জানান। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক/পাটকেলঘাটা/সাতক্ষীরা পাটকেলঘাটা বাজারে প্রকাশ্যে মাদক সেবনে কারাদন্ড সংবাদটি ৩৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু