পাটকেলঘাটায় ৩ মাদকসেবীকে এক বছরের কারাদন্ড প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ | আপডেট: ৫:১০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩ মাদকসেবীকে ১বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হল, থানার খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম(২০) ও মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন(২৩), অপরজন হল এনায়েতপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে তুহিন শেখ(২৫)। খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, গতকাল রাতে তুহিন, রাশেদুল ও সেলিমকে খলিষখালী বাজার সংলগ্ন পল্লীমঙ্গলের মাঠ থেকে গাঁজাসহ আটক করা হয়। শনিবার(২৬সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যকে ১বছরের বিনাশ্রম কারদন্ড প্রদান করেন। তিনি আরও জানান, বর্তমানে সরকার মাদকের ব্যপারে জিরো টলারেন্স ঘোষনা করেছে। আমার এলাকায় কেউ মাদক ব্যাবসা ও মাদক সেবন করে পার পাবেনা। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে। কেকে/ডেক্স সংবাদটি ১১১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু