পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক ও আরোহী নিহত প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২০ | আপডেট: ১২:৪৬:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটর সাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহতের ঘটনা ঘটেছে। রবিবার(৯ আগষ্ট) রাত্র ১০.১৫ ঘটিকার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে মহাসড়কের উপর এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা থানার মৃত আব্দুল লতিফের পুত্র আবু লিটু মোল্যা(৪৫) ও একই উপজেলার ব্রহ্মগাতি গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র অত্র হাসপাতালের অফিস সহকারি মো: শাকিব হোসেন(২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজারে মহাসড়কের উপর একটি ট্রাক সার্ভিসিং করাচ্ছিল। হঠাৎ সাতক্ষীরাগামী একটি মটর সাইকেল(ফিজার ১৫০ সিসি) দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। সড়ক দূর্ঘটনাসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ২৩১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু