পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনাস্থল থেকে ১৪ ঘন্টা পর পথচারীর মরদেহ উদ্ধার প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ | আপডেট: ১২:৫০:অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাকদহ খালে পড়ার ১৪ঘন্টা পর আনিসুর রহিম বাবু (৪০) নামে সাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের কাছে দুর্ঘটনার ১৪ ঘন্টাপর সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসের নিচ থেকে পথচারী সাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনিসুর রহিম বাবু সাতক্ষীরা সদরের বাঘডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামীবাস দ্রুতবেগে আসতে যেয়ে পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের নিচে খালে পড়ে যায়। আহত হয় ২০ জনের মতো। দূর্ঘটনার সাথে সাথে ড্রাইভার হেলপার ও কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্ত দূর্ঘটনার সময় ওই বাসের সামনে একটি বাইসাইকেল চালক যাচ্ছিলেন তাকে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে তার বিষয়টি তখন জানা যায়নি। সন্ধ্যায় তার সাইকেলটি উদ্ধার করা এবং সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্ত শেষে তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স পথচারীর মরদেহ উদ্ধার সংবাদটি ২২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু