পাটকেলঘাটায় সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রভাব খাটিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত খগেন্দ্রনাথ দাশের পুত্র নিরোদ দাশ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সম্প্রতি শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়েছি। পাটকেলঘাটা থানার বড় বিলা মৌজায় ১৮৩৫/৩৬ দাগে ১১৮ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমরা তিন ভাই দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। কিন্তু আমার কাকা মৃত নগেন্দ্র নাথ দাশের পুত্র স্বপন দাশ, উজ্জ্বল দাশ, টিষান দাশ এর নিকট থেকে একই এলাকার বছির খাঁর পুত্র কাশেম খাঁ দুই দাগে ৯৬ শতক জমি কোবলা দলিল মূলে খরিদ করেন। ক্রয়কৃত সম্পত্তির পাশে আমাদের সম্পত্তি হওয়ায় উক্ত সম্পত্তির উপর কু নজর পড়ে কাশেম খাঁর। এরপর থেকে কাশেম খাঁ আইন, আদালতের তোয়াক্কা না করে কৌশলে আমাদের পৈত্রিক সম্পত্তি গায়ের জোরে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। একপর্যায়ে গত ১৩নভেম্বর ২০১৯ তারিখে আমার সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী নেতৃত্বে বাড়ি হতে বের হওয়ার রাস্তাটি জোরপূর্বক বন্ধ করে দেয়। এবিষয়ে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের কাছে অভিযোগ দায়ের করলে তিনি সালিশী বৈঠকের মাধ্যমে স্ব স্ব স্থানে উভয় পক্ষকে শান্তিপূর্ণ বসবাসের নির্দেশ দেন। এতে কাশেম খাঁ আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গত ১৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ৯টার সময় কাশেমের পিতা বছির খাঁ, ভাই আকবর খাঁর ও আকবরের পুত্র ফিরোজ খাঁর নেতৃত্বে ভাড়াটিয়া বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আমাদের সম্পত্তিতে অবৈধভাবে প্রবশে করে সীমানা উচ্ছেদ, ফলজ, বনজসহ একাধিক গাছপালা কেটে দখল নেওয়া চেষ্টা চালায়। আমি বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে মারপিট করে তাড়িয়ে দেয় এবং আস্ফালন করে বলে ‘এই সম্পত্তির মালিক আমরা, পারলে কিছু করে নিস। এঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। থানার পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। এদিকে কাশেম খাঁ ও তার ভাড়াটিয়া লোকজন আমাকে প্রকাশ্যে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না। আমি বর্তমানে ওই কাশেম বাহিনীর হুমকির কারণে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। সংবাদ সম্মেলনের মধ্যমে প্রভাবশালী কাশেমের কবল থেকে তার সম্পত্তি রক্ষা এবং নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৪৮৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু